Wellcome to National Portal
মেনু নির্বাচন করুন
Main Comtent Skiped

চুক্তিসমূহ

 

 

                                     

 

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার

 

 

 

সহকারী কমিশনার (ভূমি),তেরখাদা, খুলনা

 

এবং

 

অতিরিক্ত জেলাপ্রশাসক (রাজস্ব), খুলনা এর মধ্যে স্বাক্ষরিত

 

 

 

 

বার্ষিক কর্মসম্পাদন চুক্তি

 

 

 

 

 

 

 

জুলাই ১, ২০১৯-  জুন ৩০, ২০২০

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

সূচিপত্র

 

 

কর্মসম্পাদনের সার্বিক চিত্র ....................................................................................৩

উপক্রমণিকা.......................................................................................................৪

সেকশন ১: রূপকল্প, অভিলক্ষ্য, কৌশলগত উদ্দেশ্যসমূহ এবং কার্যাবলী .................................৫ 

সেকশন ২: কার্যক্রম, কর্মসম্পাদনসূচক এবং লক্ষ্যমাত্রাসমূহ..............................................৬

সংযোজনী১: শব্দসংক্ষেপ (Acronyms) ..............................................................১২

সংযোজনী২: কর্মসম্পাদন সূচকসমূহ, বাস্তবায়নকারী এবং পরিমাপ পদ্ধতি.............................১৩

সংযোজনী৩: কর্মসম্পাদন লক্ষ্যমাত্রা অর্জনের ক্ষেত্রে অন্য দপ্তর/সংস্থার উপর নির্ভরশীলতা..........১৫

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

                                                          

 

 

 

 

 

 

                                            

                                                                

 

সহকারী কমিশনার (ভূমি), তেরখাদা, খুলনা এর কার্যালয়ের কর্ম সম্পাদনের সার্বিক চিত্র

( Overview of the Performance of Assistant Commissioner (Land),

Terokhada, Khulna)

 

সাম্প্রতিক অর্জন, চ্যালেঞ্জ, এবং ভবিষ্যত পরিকল্পনা

 

Dc‡Rjv f~wg Awdস, তেরখাদা এর  বিগত-3 eQরের  cÖavb AR©bmg~nt

তেরখাদা উপজেলা ভূমি অফিসে স্বল্প সময়ে বিনা হয়রানিতে জনগণকে সেবা প্রদানের জন্য হেল্পডেক্স গঠনসহ সেবা সংক্রান্ত বিভিন্ন ব্যানার, অফিসের কর্মচারীগণের দায়িত্ববন্টন এবং সিটিজেন চার্টার তৈরী করে দৃশ্যমান স্থানে টাঙিয়ে রাখা হয়েছে। এতে জনসাধারণ নির্দিষ্ট সময়ের মধ্যে তাদের সেবা বুঝে নিতে পারবে। ১৫৩১ টি ভূমিহীন পরিবারকে ৫০৭.৯৮ একর  কৃষি খাসজমি প্রদান করা হয়েছে। বিদ্যমান ভূমি বিরোধ নিষ্পত্তিকল্পে সরেজমিন তদন্তপূর্বক সমাধান করা হয়েছ।অবৈধ দখলে থাকা খাসজমি চিহ্নিত করে উচ্ছেদপূর্বক চিহ্নিত করা হচ্ছে। এছাড়া অফিস কক্ষগুলি সংষ্কার করে কাজের মনোরম পরিবেশ তৈরী করার কাজ চলমান রয়েছে।

 

সমস্যা এবং  চ্যালেঞ্জসমূহঃ

নিজস্ব উপজেলা ভূমি অফিস ভবন না থাকায় স্বল্প পরিসরেই কর্ম সম্পাদন করতে হচ্ছে।সেবা গ্রহীতাদের জন্য অপেক্ষাগার তৈরীর জায়গা নেই।আধুনিক অবকাঠামো ও পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থার (নৈশ প্রহরী) অভাবে ইউনিয়ন ভূমি অফিস সমূহের রেকর্ডপত্র বিনষ্ট/ চুরি হওয়ার সম্ভবনা থেকে যায়। অনুমোদিত জনবলের মধ্যে অনেক পদ শুন্য থাকায় যথাসময়ে জনগণকে সেবা প্রদানে সমস্যা হচ্ছে।

 

ভবিষ্যৎ  পরিকল্পনাঃ

তথ্য প্রযুক্তির সর্ব্বোচ্চ ব্যবহার নিশ্চিত করে দ্রুত সময়ে হয়রানীবিহীন জনবান্ধব সেবা নিশ্চিত করা।

 

২০১৯-২০ অর্থ বছরের সম্ভাব্য প্রধান অর্জনসমূহঃ

 ▪ শতভাগ নামজারি অনলাইনের মাধ্যমে আবেদন গ্রহণ ও নিষ্পত্তিকরণ

 ▪ ই ফাইলিং চালুকরণ

 ▪ অর্পিত সম্পত্তির শতভাগ লিজমানি আদায়

 ▪ পেরিফেরি বর্হিভূত সকল হাট পেরিফেরিকরণ

 ▪ খাস জমি হতে সকল অবৈধ দখলদারদের উচ্ছেদপূর্বক খাস জমি উদ্ধার

 ▪ পর্যায়ক্রমে সকল প্রকৃত ভূমিহীনদের মাঝে খাস জমি বন্দোবস্ত প্রদান

 ▪ আশ্রয়ণ প্রকল্পের সব খালি ইউনিটপূরণপূর্বক কবুলিয়ত ও নামজারি সম্পন্নকরণ

 ▪ সি.এস, এস.এ ও আর.এস রেকর্ড তুলনা করে নদীসমূহের এডি লাইন নির্ধারণ ও নদীতীর হতে অবৈধ     

     দখলদার উচ্ছেদ।

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

উপক্রমণিকা (Preamble)

 

 

সরকারি দপ্তর / সংস্থাসমূহের প্রাতিষ্ঠানিক দক্ষতাবৃদ্ধি, স্বচ্ছতা ও জবাবদিহি জোরদার করা, সুশাসন সংহতকরণ এবং সম্পদের যথাযথ ব্যব্যহার নিশ্চিতকরণের মাধ্যমে রূপকল্প ২০২১ এর যথাযথ বাস্তবায়নের লক্ষ্যে

 

 

সহকারী কমিশনার (ভূমি), তেরখাদা, খুলনা

 

এবং

 

অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব), খুলনা-এর মধ্যে ২০১৯ সালের জুন মাসের        তারিখে এই বার্ষিক কর্মসম্পাদন চুক্তি স্বাক্ষরিত হল।

 

 

এই চুক্তিতে স্বাক্ষরকারী উভয়পক্ষ নিম্নলিখিত বিষয়সমূহে সম্মত হলেন:

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

সেকশন  ১

 

রূপকল্প (Vision), অভিলক্ষ্য (Mission), কৌশলগত উদ্দেশ্যসমূহ এবং কার্যাবলি

 

১.১ রূপকল্প (Vision)

      দক্ষ, স্বচ্ছ এবং জনবান্ধব ভূমি ব্যবস্থাপনা

 

১.২ অভিলক্ষ্য (Mission)

      দক্ষ, আধুনিক ও টেকসই ভূমি ব্যবস্থাপনার মাধ্যমে ভূমি সংক্রান্ত জনবান্ধবসেবা নিশ্চিতকরণ

 

১.৩ কৌশলগত উদ্দেশ্যসমূহ (Strategic Objectives):

 

১.৩.১ কৌশলগত উদ্দেশ্যসমূহ

     ১.  ভূমি ব্যবস্থাপনার দক্ষতা বৃদ্ধি

     ২.  রাজস্ব সংগ্রহ বৃদ্ধি

     ৩.  ভূমিহীন পরিবারের সংখ্যা হ্রাস

     ৪.   ভূমি বিরোধ হ্রাস

 

১.৩.২ আবশ্যিক কৌশলগত উদ্দেশ্যসমূহ

    ১. দক্ষতার সঙ্গে বার্ষিক কর্মসম্পাদন চুক্তি বাস্তবায়ন

    ২.কার্যপদ্ধতি, কর্মপরিবেশ ও সেবার মানোন্নয়ন

    ৩. দক্ষতা ও নৈতিকতার উন্নয়ন

    ৪. তথ্য অধিকার বাস্তবায়ন জোরদারকরণ

    ৫. আর্থিক ব্যবস্থাপনার উন্নয়ন

 

১.৪ কার্যাবলি (Functions):

   ১ .সরকারের ভূমি সংস্কার নীতি বাস্তবায়ন

   ২. ভূমি রাজস্ব/ভূমি উন্নয়ন করের সঠিক দাবী নির্ধারণ, আদায়, কর বহির্ভূত রাজস্ব আদায় এবংভূমি উন্নয়ন কর আদায়

       বৃদ্ধিরজন্য প্রয়োজনীয় ব্যবস্থাগ্রহণ

  ৩. ভূমি রাজস্ব প্রশাসনের কর্মকর্তাদের কার্যক্রম তত্ত্বাবধান

  ৪. উপজেলা ভূমি অফিস, ইউনিয়ন ভূমি অফিসপরিদর্শন,তত্ত্বাবধানও পরিবীক্ষণ

  ৫. খাসজমি ব্যবস্থাপনা

  ৬. অর্পিত ও পরিত্যক্ত সম্পত্তি ব্যবস্থাপনা

  ৭. সায়রাত মহল ব্যবস্থাপনা

  ৮. গুচ্ছগ্রাম সৃজন