সিটিজেন চার্টার
ক্রঃ নং | সেবার ধরণ | সেবা প্রদানের সাথে জড়িত কর্মকর্ত/ কর্মচারিদের পদবী | সেবা গ্রহীতা | সেবাগ্রহীতার জন্য অনুশরনীয় পদ্ধিত | সেবা প্রদানের শর্ত | সেবা প্রদানে অনুশরনীয় পদ্ধিত | প্রদেয় সরকারী ফি | সেবা প্রদানের নময় সীমা | মন্তব্য |
০১ | ০২ | ০৩ | ০৪ | ০৫ | ০৬ | ০৭ | ০৮ | ০৯ | ১০ |
০১ | নাম পত্তন ও জমা খারিজ | ক)সহকারী কমিশনার (ভুমি) খ)কানুনগো গ)সংশ্লিষ্ট ইউনিয়ন ভুমি সহকারী কর্মকর্তা ঘ)অফিস সহকারী | সাধারণ জনগণ |
ক) নির্ধারিত ফরমে আবেদন খ) প্রয়োজনীয় দলিল ও ভায়া দলিলের ফটো কপি। গ) সহি মোহর পর্চা ঘ) ওয়ারেশ কায়েম সদন | প্রয়োজনীয় সঠিক কাগজ-পত্রসহ আবেদন হালসন পর্যন্ত ভুমি উন্নয়ন কর পরিশোধের দাখিলা জমির দখল । | এস এ এন্ড টি এ্যাক্ট এর ১৪৩, ১১৭,১১৬,১৫০ ধারামতে রেকর্ড সংশোধন । খতিয়ান কপি প্রস্তুত করণ । | ২৪২.৫০/-টাকা অতিরিক্ত প্রতি খতিয়ানের জন্য ৫০/- টাকা । | ৪৫দিন | |
০২ | রেন্ট সার্টিফিকেট | ক)সার্টিফিকেট অফিসার খ)সার্টিফিকেট পেশকার গ)সংশ্লিষ্ট ইউনিয়ন ভুমি সহকারী কর্মকর্তা | ঐ | ক)পি ডি আর এ্যাক্ট এর ৪ ও ৬ ধারা মোতাবেক সংশ্লিষ্ট ইউনিয়ন ভুমি অফিসের রেকর্ডীয় মালিকদের ভুমি | ভুমি উন্নয়ন কর পরিশোধের জন্য ৭ধারা -৪৬ধারা ও ২৩(২) ধারামতে নোটিশ প্রেরণ । | ১৯৯৩ পি ডি আর এ্যাক্ট এর আইনানুযায়ী | অনাদায়ী পাওনাসহ নির্দিষ্ট কোট ফি | পি ডি আর এ্যাক্ট এর আইনানুযায়ী |
|
০৩ | অর্পিত সম্পত্তি ইজারা বন্দোবস্ত | ক)সহকারী কমিশনার (ভুমি) খ) ভি. পি সহকারী গ)সংশ্লিষ্ট ইউনিয়ন ভুমি সহকারী কর্মকর্তা | ঐ | ইজারর অর্থ বাকিতে সার্টিফিকেট মামলা দায়ের। নির্ধারিত কোট ফি সহ আবেদন দাখিল করা । | অর্পিত সম্পিত্ত সংক্রান্ত ১৯৯৭ সালের সার্কুলার অনুসারন । অর্পিত সম্পত্তি প্রর্ত্যার্পন আইন ২০০১ এর বিধি বিধান অনুসরন | অর্পিত সম্পিত্ত সংক্রান্ত ১৯৯৭ সালের সার্কুলার অনুসারন । অর্পিত সম্পত্তি প্রর্ত্যার্পন আইন ২০০১ এর বিধি বিধান অনুসরন | ক) ১০/-টাকা কোট ফি আবেদন। খ) সরকার নীর্ধরিত হারে ইজারা মূল্য গ্রহণ | যথাশিঘ্রীই |
|
০৪ | খাস জমি বন্দোবস্ত সংক্রান্ত | ক)সহকারী কমিশনার (ভুমি) খ)কানুনগো গ)সংশ্লিষ্ট ইউনিয়ন ভুমি সহকারী কর্মকর্তা ঘ)অফিস সহকারী | ঐ | খাস জমি প্রাপ্তি আবেদন পত্র স্থায়ী বন্দোবস্তের ক্ষেত্রে কোট ফির প্রয়োজন নাই । | ক)১৯৪৭ সালের খাস জমি বন্দোবস্ত সংক্রান্ত নিতিমালার আলোকে। খ) আবেদন পত্রপ্রাপ্তি রেজিষ্টারে এন্ট্রি করে ইউ:ভুমি অফিসে প্ররণ। গ) উপজেলা কমিটির সিদ্ধান্ত/অনুমোদন ঘ) জেলা কমিটিতে অনুমোদন । | ১৯৯৭ সালের নিতিমালা অনুসরণ | একসনা বন্দোবস্ত প্রদানের ক্ষেত্রে ১০/-টাকা কোট ফি । | নিয়ম অনুযায়ী যথসময়ে সম্পন্ন |
|
০৫ | রেকর্ডের সংশোধীত খতিয়ান | ক)সহকারী কমিশনার (ভুমি) খ)কানুনগো গ)অফিস সহকারী | ঐ | ১৯৫০ সালের রেকর্ড সংশোধন বিধিমতে নামপত্তন কেসের সংশোধিত পর্চার কপি আবেদন করারীর নিকটহতে ২৪২.৫০/- ডিসিআর এর মাধ্যমে গ্রহণ এবং পর্চার কপি আর ডিসি বরাবর প্রেরণ । | এস এ এন্ড টি এ্যাক্ট এর ১৫০, ১৪৩, ১১৭,১১৬ ধারামতে রেকর্ড সংশোধন করে জনগন যাতে তার অংশের ভূমি উন্নয়নকর পরিশোধ নিশ্চিত করুন। | ৫নং কলামে বর্ণিত মতে | সংশোধিত খতিয়ান কপি সরবারাহ বাবদ ২৪২.৫০/-টাকা । | ৪৫দিন |
|
Planning and Implementation: Cabinet Division, A2I, BCC, DoICT and BASIS